
রাজশাহীর মোহনপুরে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি হলো, মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আব্দুল কাদের।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল কাদের কয়েকটি বিবাহ করেন। তাদের মধ্য থেকে এক স্ত্রী আদালতে যৌতুক মামলা দায়ের করেন। মামলায় তার তিন মাসের সাজা হয়। এরপর পুলিশ আব্দুল কাদেরকে তার বাসা থেকে গ্রেফতার করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]