দুর্গাপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৪
দুর্গাপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন ভাতা বাস্তবায়নের দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করে।


এই কর্মসূচিতে অরুণ পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক তৌহিদা আক্তার, এমদাদ হোসেন চৌধুরী, রফিকুল হাসান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, এস এম সাইফুল্লাহ, মিন্টু সরকার, আফজাল হোসেন, উম্মে কুলসুম আকঞ্জি, জান্নাত জোনাকি, মো: ওবায়দুল্লাহ,পীযুষ কান্তি সরকার, মোশতাক আহমেদসহ অনেকে।


এসময় তারা বলেন, বর্তমান বেতন-ভাতা দিয়ে জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছেনা। তারা পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। এই বেতনভাতা দিয়ে কখনো উন্নত জীবন মান সম্ভব নয়। এজন্য মেধাবীরা প্রাথমিকে শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় ছুটছেন।


এই মানববন্ধনে শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।


বিবার্তা/পলাশ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com