
রাজধানীর বিমানবন্দর রেলগেটের পাশ থেকে অজ্ঞাতনামা (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পথচারীরা।
২৩ সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে আসা হয়।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ মেহেদী হাসান জানান, রাতে আমি বিমানবন্দর রেলগেটের সামনে দিয়ে যাওয়ার পথে দেখি এক যুবক রাস্তার উপর পরে আছে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল, সে কোন নড়াচড়া করে না, পরে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। আমরা নিহতের নাম পরিচয় বলতে পারি না।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি বিমানবন্দর থানাকে জানানো হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]