
ময়মনসিংহের গৌরীপুরে গৌরীপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী জহিরুল ইসলাম মিঠু হত্যাকাণ্ডে জড়িত ডেভিড রকির দ্রুত বিচারের দাবিতে উপজেলা চত্বরে ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছে।
২৩ সেপ্টেম্বর, সোমবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্রদল নেতা আরিফুল উদয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মিঠুর বাবা মোখলেছুর রহমান খান পাঠান, মিঠুর চাচা ঈশা খান পাঠান, মিঠুর চাচাতো ভাই শাখায়াত হোসেন, গৌরীপুর কলেজের ১ম বর্যের ছাত্র মো. আরাফাত ইসলাম প্রমুখ।
এ ঘটনায় মিঠুর পিতা মোখলেছুর রহমান খান গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা নং ১০ তাং ১৬/০৯/২০২২। উপর্যুক্ত মামলাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক লিপি দেয়া হয়। এ মামলাটি অধিকতর তদন্তের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইবুনালের আওতায় নিয়ে খুনির সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ডের দাবি জানান।
এর আগে ২০২২ সালে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যার পর গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকায় টিপু সুলতান জুয়েলার্স দোকানে স্বর্ণের দর দামকে কেন্দ্র করে বাড়ি ওলা পাড়ার আলবার্ট ডেভিড সেন্টুর সাথে তর্ক বিতর্ক হয়।পরে তার ভাই আলবার্ট ডেভিট রকি এসে উত্তেজিত হয়ে টিপুর চাচাতো ভাই মিঠুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত গৌরীপুর সরকারি কলেজের ছাত্র মিঠু নিহত হয়। ।
উল্লেখ্য, মিঠু গৌরীপুর সরকারি কলেজের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিবার্তা/হুমায়ুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]