কর্মক্ষেত্রে অনুপস্থিত পুলিশদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা: ডিএমপি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৭
কর্মক্ষেত্রে অনুপস্থিত পুলিশদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা: ডিএমপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশের প্রত্যেকটি থানায় দুর্বৃত্তদের হামলা হয়। থানায় থানায় আগুন দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় থানার সকল নথিপত্র, লুট করা হয় অস্ত্র এমনকি পুলিশ সদস্যদেরকে হত্যাও করা হয়। এতে ভয়ে থানা ছেড়ে চলে যেতে বাধ্য হন পুলিশ সদস্যরা।


পরে পুলিশ সদর দফতর তাদের নোটিশ করে চাকরিতে ফেরার তাগিদ দিলেও এখনও অনেকে যোগদান করেনি। যোগদান না করা এসব পুলিশ সদস্য, বিশেষ করে যারা ঢাকায় কর্মরত (ডিএমপি), বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।


২৩ সেপ্টেম্বর, সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


অনুপস্থিত পুলিশ সদস্যদের নিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যারা এখনও অনুপস্থিত, আপনারা জানেন আমাদের কিছু আইন ও বিধির মধ্যে চলতে হয়। চাকরিতে কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন বিধি অনুযায়ী যদি কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন তাহলে চাকরি বিধি মেনে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।


ঢাকার ২২টি থানা আংশিক বা পরিপূর্ণ ধ্বংস হয়েছে ও সবমিলিয়ে ২১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি অল্প সময়ে সংস্কার করে আগের পরিস্থিতি ফিরিয়ে আনার। আমরা সীমিত রিসোর্সের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছি জনজীবনে শান্তি ও শৃঙ্খলা বজায়ে রাখতে।


তিনি বলেন, যেহেতু অনেকগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এখনও পরিপূর্ণ তথ্য পাইনি। এটার কাজ চলছে, শেষ হলে আপনাদেরকে পরিপূর্ণ তথ্য দিতে পারব বলে জানান তিনি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com