গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাত, দেশ পুণর্গন, রাষ্ট্রসংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবজি, সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর, সোমবার বিকেল ৪টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সমন্বয়ক নুসরাত তাবাসসুম, কুষ্টিয়া সমন্বয়ক মো. তৌকির আহমেদ ও ইসলামী বিশ্ববিদ্যায়ল সমন্বয়ক এস এম সুইট প্রমুখ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা ছাত্র-নাগরিক মতবিনিময় সভার আয়োজন করে।
এরআগে খুলনা বিভাগীয় সফরের অংশ হিসেবে প্রথম দিন সোমবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়ক প্রতিনিধি দল। এরপর জেলার সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিমিয় শেষে বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় অংশ নেন সমন্বয়ক প্রতিনিধিরা।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]