
ঝিনাইদহ আদালতে সরকারি জিপি, পিপি, এপিপি, এজিপি নিয়োগে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঝিনাইদহ জেলা আইনজীবি ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এতে ফোরামের সভাপতি দবির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম মশিয়ুর রহমান, যুগ্ম-আহ্বায়ক এস এম রিয়াজুল ইসলাম, মাকসুদ আহমেদ রাজীবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ঝিনাইদহ আদালতে জিপি, পিপি, এপিপি, এজিপি নিয়োগে অনিয়ম করে আওয়ামী লীগ সমর্থকদের নিয়োগ দেওয়া হচ্ছে। তাই এর প্রতিবাদ জানিয়ে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]