দৌলতপুরে ডেঙ্গুতে মৃত্যু ১, আহত ২৫
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩০
দৌলতপুরে ডেঙ্গুতে মৃত্যু ১, আহত ২৫
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে একটি গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে এ ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ রোগে অন্তত ২৫ জন রোগী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহের আলী (৭৫) নামে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরবর্তীতে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। আজ শুক্রবার পর্যন্ত অন্তত ২৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী। এর ফলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


ডেঙ্গুতে আক্রান্তরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করে ডেঙ্গু পজিটিভ হওয়ায় তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া, পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।


ধর্মদহ গ্রামের ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, আমার জানা মতে অন্তত ২৫ জনের বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছে আবার কেউ কুষ্টিয়া ও রাজশাহীতে ভর্তি হয়েছেন।


ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব জানান, সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত ধর্মদহ গ্রামের মানুষ এ বিষয়ে খুব একটা সচেতন না। যার কারণে তারা আক্রান্ত হচ্ছে বেশি। এ রোগ সম্পর্কে প্রয়োজন সচেতনতা সৃষ্টি করা।


ডেঙ্গু রোগের বিষয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আব্দুস সালাম জানান, আগস্ট মাসে ধর্মদহ গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহের আলী নামে একজনের মৃত্যু হয়েছে এবং দিন দিন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।


এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও একজনকে ভর্তি করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com