ভালুকায় পোশাক কারখানার শতাধিক নারীশ্রমিক অসুস্থ
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৪
ভালুকায় পোশাক কারখানার শতাধিক নারীশ্রমিক অসুস্থ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় কাজে যোগদান করার পর হঠাৎ প্রায় শতাধিক নারীশ্রমিক অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান।


৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত এল এস্কোয়্যার লিমিটেড নামে গার্মেন্টস কারখানায়।


পরে কারখানার অন্য শ্রমিকরা অসুস্থদের উদ্ধার করে স্থানীয় পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার ও ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতাল, অসুস্থ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এল এস্কোয়্যার লিমিটেড নামে পোষাক কারখানায় তিনটি সেকশনে তিন সহস্রাধিক নারী ও পুরুষ শ্রমিক কর্মরত আছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কারখানার পাঁচতলায় নারী শ্রমিকরা কাজে যোগদান করেন।


কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ করে তারা অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যেতে শুরু করেন এবং একে এক প্রায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অনেকের মাঝে শ্বাসকষ্ট, বমি ও খিঁচুনিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। খোঁজ পেয়ে কারখানার বিভিন্ন স্টাফ ও পুরুষ শ্রমিকরা প্রথমে স্থানীয় পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রোগীদের নিয়ে ভর্তি করেন। কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরে অন্য রোগীদের ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।


ভালুকা সরকারি হাসপাতালে চিকিৎসারত একাধিক রোগী জানান, প্রতিদিনের মতো পাঁচতলায় তারা কাজে যোগদান করতে যান। পরে কারখানার ভেতরেই পানি পান করার কিছুক্ষণ পরই তাতের শ্বাসকষ্ট ও বমিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এমনকি কেউ কেউ অজ্ঞান হয়ে পরেন।


কারখানার অ্যাডমিন (এইচআর) মুঞ্জুরুল মুর্শেদ জানান, কী কারণে এত নারীশ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। হয়তো ভয় থেকে তারা অসুস্থ হয়ে যেতে পারেন।


ভালুকা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাছলিমা আক্তার জানান, পানি খাওয়ার পর, পানিতে থাকা কোনো জীবাণু বা পেটে গ্যাস হয়ে এমনটা হতে পারে। তবে, এর কারণ জানার জন্য বিষয়টি নিয়ে তারা অধিকতর পর্যালোচনা করছেন।


বিবার্তা/সাজ্জাদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com