
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাবরেজিস্ট্রার অফিস থেকে চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
৪ সেপ্টেম্বর, বুধবার রাতে হামলায় আহত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল বাদী হয়ে দৌলতপুর থানায় এ মামলা দায়ের করেন যার নং ৮। মামলায় ১০ আসামির নাম উল্লেখসহ আরো ১৫-১৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
দৌলতপুর উপজেলা সাব রেজিস্ট্রার অফিস থেকে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বুধবার সংঘর্ষে জড়ায় বিএনপি’র দুই গ্রুপ। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কার্নেলসহ কমপক্ষে ১০ জন আহত হন। এসময় লাঞ্ছিত করা হয় কর্নেলের বাবা উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক প্রবীণ নেতা আকবর আলীকে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে আসামিদের ধরতে পুলিশি তৎপর রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ সমর্থকদের হটিয়ে ওই অফিসের দখল নেয় বিএনপিপন্থীরা। অফিসের দখল নেওয়ার পর থেকে তারা সেখান থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল।
বিবার্তা/এসই/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]