
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতি সংস্কার সম্পর্কে দাবি তুলে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী আল আমিন রুহানির সঞ্চালনায় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ, শিক্ষার্থী আফরিন জান্নাত আখিঁ, রুমানা আক্তার তৃণা, রবিন ও সহিদ চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, লক্ষ লক্ষ শিক্ষার্থীদের প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করে শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। সেশন জট কমানো, নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স শেষ করা ও পরীক্ষা গ্রহণ, যুগোপযোগী সিলেবাস প্রণয়ন, ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ করা, প্রত্যেক বছর ভাইবার ব্যবস্থা করা এবং ভাইভার উপর ভিত্তি করে ইনকোর্স নাম্বার প্রদান, শিক্ষক-কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা, শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, সিট কমিয়ে ভর্তি পরীক্ষা চালু ও সমাবর্তন অনুষ্ঠান আয়োজন, বিভিন্ন ধরনের বৃত্তির ব্যবস্থা ও ক্যাম্পাসে অযাচিত অনুষ্ঠান বন্ধ করা, সকল ফি ও জরিমানা কমানো, আবাসন ও পরিবহন ব্যবস্থা, ক্যাম্পাসে ছাত্রদের জন্য সাংবাদিক পরিষদ চালু, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি বন্ধসহ ১৮ দফা দাবি তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের জন্য দাবি জানান বক্তারা।
মানববন্ধনে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক ও কলেজে অধ্যয়নরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
বিবার্তা/ওসমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]