বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সবুজ হত্যা মামলায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪
সবুজ হত্যা মামলায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী সবুজের (১৮) খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


২ সেপ্টেম্বর, সোমবার শ্রীবরদীর লংগরপাড়া বাজারে এই মানববন্ধন করেন এলাকাবাসী।


এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর ও শ্রীবরদীর সমন্বয়করাসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।


মানববন্ধনে কলেজ শিক্ষার্থী সবুজ হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।


প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরের খরমপুর মহল্লার নতুন আইডিয়াল স্কুলের সামনে ঘাতকের গুলিতে নিহত হন সবুজ। এ ঘটনায় গত ১২ আগস্ট সবুজের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।


মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন শেরপুর-১ আসনের সাবেক এমপি মো. ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সাবেক এমপি এ ডি এম শহিদুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, জেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ অনেকেই।


শহিদ সবুজ শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপারপাড়া এলাকার আজহার আলীর ছেলে। তিনি শ্রীবরদী সরকারি কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com