
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১ সেপ্টেম্বর, রবিবার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সকালে মেইন বাজারে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছেন বলে জানান বিএনপির নেতারা।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সম্প্রতি ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]