জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ১৯:০৯
জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলমান সহিংসতা বন্ধ, জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ ও লাঞ্ছিত করার প্রতিবাদে, কর্মস্থানে হয়রানি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্গাপূজার তিনদিনের সরকারি ছুটিসহ ঘোষিত ৮ দফা দাবিতে সনাতন অধিকার মঞ্চ (এসআরএম)-এর উপদেষ্টা অধ্যাপক অশোক তরু মহোদয়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


৩০ আগস্ট, শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপঙ্কর শিকদার দিপু, শারদাঞ্জলী ফোরামের সিনিয়র সহ-সভাপতি রতন চন্দ্র পাল, মাইনরিটি জনতা পার্টির সভাপতি শ্যামল রায়, হলি ফ্যামিলি রোড ক্রিসেন্ট নার্সিং কলেজের সহকারী অধ্যাপক সোনালী রানী দাস (যাকে জোর পূর্বক পদত্যাগে বাধ্য ও লাঞ্চনা করা হয়েছে), আদ্রীশ আদিত্য মন্ডল, অধ্যক্ষ মহাবিদ্যালয় কয়রা খুলনা (যাকে জোর পূর্বক পদত্যাগে বাধ্য ও লাঞ্চনা করা হয়েছে), ভক্তসংঘ সোসাইটির সাধারণ সম্পাদক অনীল পাল, বিশিষ্ট আইনজীবী এডভাকেট জিতেন্দ্র বর্মন, সচেতন হিন্দু পরিষদের সভাপতি এডভোকেট প্রভাস তন্ত্রী, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) এর সহ-সভাপতি চিকিৎসক বাসু দেব রায় চন্দন, সনাতন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মোহন সরকার, ব্যবসায়ী প্রতিনিধি দুলাল সরকার, বাংলাদেশ হিন্দু পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মিঠু সাহা, প্রমুখ ব্যক্তিবর্গ।


বক্তাগণ উক্ত প্রতিবাদ সমাবেশে চলমান সহিংসতা বন্ধ, জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ ও লাঞ্ছিত করার প্রতিবাদে, কর্মস্থানে হয়রানি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্গাপূজার তিনদিনের সরকারি ছুটিসহ ঘোষিত ৮ দফা দাবী বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর প্রতি সুদৃষ্টি আকর্ষন করেন।


অত্র সংগঠনের সার্বিক তত্বাধায়ক ও বাংলাদেশ সনাতন পার্টি এবং বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন রায় বলেন, আমরা আন্দোলন করতে চাই না, আমরা আমাদের অধিকার চাই, আমরা নিরাপত্তার সাথে এদেশে বসবাস করতে চাই। কিন্তু দুঃখের বিষয় হলো আওয়ামী লীগ সরকারের আমলে যখন আমরা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করেছি তখন আমাদেরকে জামায়াত-বিএনপির এজেন্ট বলা হয়েছে। আর এখন যখন আমরা সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে আন্দোলন করছি তখন আমাদের আওয়ামী লীগের এজেন্ট ও ভারতের দালাল বলা হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কারো দালালি করতে চাই না। কখনও করিও নাই, ভবিষ্যতেও করবো না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার চাই। অনতিবিলম্বে ৮ দফা দাবিসহ সনাতনী সম্প্রদায়ের যৌক্তিক দাবি পুরণ করা না হলে সারা বাংলাদেশে সনাতনী সম্প্রদায়সহ দল-মত নির্বিশেষে সকল অসম্প্রদায়িক নাগরিকদের সাথে নিয়ে সনাতনি অধিকার আদয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে এবং তিনি ঘোষণা করেন আগামী বৃহস্পতিবারের মধ্যে সনাতনী সম্প্রদায়ের ঘোষিত ৮ দফা দাবি পূরণ না হলে এবং শিক্ষকদের স্বপদে বহাল ও লাঞ্চিত করা ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকাল সাড়ে ৪ ঘটিকায় প্রতিবাদ সমাবেশ ও শহীদ মিনার থেকে প্রেসক্লাব পর্যন্ত মশাল মিছিল করা হবে।


এডভোকেট প্রভাষতন্ত্রী ঘোষণা করেন যে, সনাতন অধিকার মঞ্চ-এর আইনজীবী প্যানেলের মাধ্যমে জোর পূর্বক পদত্যাগ শিক্ষকদের পক্ষে স্বপদে বহালের জন্য বিনামূল্যে মহামান্য সুপ্রিম কোর্টে রিট দায়ের করার এবং লাঞ্চিত কোন শিক্ষক লাঞ্চিতকারী ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে চাইলে বিনামূল্যে আইনগত সহায়তার ঘোষণা প্রদান করেন।


মাইনরিটি জনতা পার্টির সভাপতি শ্যামল রায় বলেন, অনতিবিলম্বে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হয়রানী বন্ধ এবং শিক্ষক লাঞ্চিত ছাত্র-ছাত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের স্বপদে দ্রুত পুনর্বহালের জোর দাবি জানান।


এডভোকেট জিতেন্দ্র বর্মন বলেন, অতিদ্রুত চলমান সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


পরিশেষে সভাপতি অধ্যাপক অশোক তরু মহোদয় উপরোক্ত দাবি দ্রুত মেনে নিয়ে সামনে আসন্ন দুর্গাপূজা সনাতনী সম্প্রদায় যাতে নির্বিগ্নে নিরাপদে পালন করতে পারে তার যথাযথ ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com