চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে ২ যুবক নিহত
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ২৩:৪৩
চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে ২ যুবক নিহত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন।


২৯ আগস্ট, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নাহার কমিউনিটি সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে।


নিহতরা হলেন, হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকায় মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)।


গুলিতে দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও কায়সার। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় এলোপাতাড়ি গুলি ছোড়ে তাদের ওপর। এ সময় গুলিবিদ্ধ হয়ে ২ জনই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ২ জনকে উদ্ধার করেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com