
কসবায় গ্যাস দিতে হবে এবং কসবার গ্যাস ভারত চুরি করে নিয়ে যাচ্ছে এমন অভিযোগ এনে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার জনগণকে নিয়ে তারাপুর গ্যাস কূপ সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভীর আহাম্মদ শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কসবা পৌর বিএনপির আহবায়ক মো. শরিফুল ইসলাম ভূইয়া, উপজেলা যুবদল সদস্য সচিব মো. জিয়াউল হুদা শিপন, গ্যাস কুপ জমির মালিক মো. জমসেদ মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মো. শরিফ আহাম্মদ সরকার, মো. শামিম রেজা,তাহমিনা আক্তার লিটা, ছাত্রদল নেতা মো. শহীদুল খা, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. বিল্লাল মিয়া প্রমুখ।
বক্তাগণ দাবি করেন, ২০১৮ সালে কসবার তারাপুর গ্যাস কূপ খনন করার পর সরকারের পক্ষ থেকে জানানো হয় এখানে পর্যাপ্ত গ্যাস আছে যা জাতীয় গ্রিডে সরবরাহ করে স্থানীয় চাহিদা মেটানো যাবে। কিন্তু পরবর্তীতে জনগণকে না জানিয়েই গ্যাস কূপ বন্ধ করে দেয়া হয়। কসবার তারাপুর গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশ ভারত আর্ন্তজাতিক সীমানার মাত্র ৪শ গজ পশ্চিমে অবস্থিত। এদিকে ২০১৮ সালে ওই সীমা রেখার ৩শ ফুট পূর্বে কমলাসাগর দিঘীর উত্তরাংশে ভারত গ্যাস কূপ খনন করে বিগত ৭ বছর যাবত গ্যাস উত্তোলন করছে।
বক্তারা বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী এই গ্যাস ক্ষেত্রটি ভারতের কাছে গোপনে বিক্রি করে দিয়েছেন।
তারা আরও বলেন, তাদের কাছে তথ্য রয়েছে কূপটির গ্যাস নিয়ে যাচ্ছে ভারত। তবে ৩ হাজার ৮ শ ফুট নিচে আরো একটি গ্যাসের স্তর রয়েছে। যা হবে সারা বাংলাদেশের মধ্যে বড় গ্যাসক্ষেত্র।
এ বিষয়ে সালদা গ্যাস ফিল্ড ইনর্চাজ শাহরিয়ার বারীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ভারত আড়াআড়িভাবে কূপ খনন করে বাংলাদেশের গ্যাস নিচ্ছে কি না আমার জানা নাই। আমি সবেমাত্র কসবার সালদা গ্যাস ফিল্ডে যোগদান করেছি। তারাপুর গ্যাস ক্ষেত্রটি সালদা গ্যাস ফিল্ডের অধীনে। আমি যতটুকু জানি প্রয়োজনীয় অর্থের জন্য আমরা তারাপুর গ্যাস ক্ষেত্রে আরও কূপ খনন করতে পারছি না। যে দুটো কূপ খনন হয়েছে এতে আমরা আর্থিকভাবে লাভবান হবো না বলে, এর উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]