খাগড়াছড়িতে প্রশিকার উদ্যোগে বন্যা দুর্গত পরিবারে ত্রাণ বিতরণ
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১৩:৫২
খাগড়াছড়িতে প্রশিকার উদ্যোগে বন্যা দুর্গত পরিবারে ত্রাণ বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়িতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে খাগড়াছড়ির উন্নয়ন এলাকায় ৩৩০ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে।


২৯ আগস্ট, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পানখাইয়াপাড়ার কার্যালয়ে এ ত্রাণ তুলে দেন প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক সুনয়ন চাকমা, শাখা ব্যবস্থাপক আঃ রাজ্জাক, হিসাবরক্ষক রতিনমণি দেব, কম্পিউটার অপারেটর সুরেশ বিকাশ চাকমা প্রমুখ।


খাদ্য সহায়তার মধ্য, প্রতি পরিবারকে ৫ কেজি চাল, আলু ২ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি ও লবণ ১ কেজি।


খাগড়াছড়ির মুসলিম পাড়া, শান্তি নগর, স্বনির্ভর, কলেজ গেইট এরিয়া, উত্তর গঞ্জপাড়া, দক্ষিণ গঞ্জপাড়া, দক্ষিণ গোলাবাড়ি, কমলছড়ির হেডম্যানপাড়া ও মিলনপুর, ফুটবিল ডাক্তারপাড়ার ক্ষতিগ্রস্তদের এসব ত্রাণ তুলে দেয়া হয়।


বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।


এছাড়া তালিকা করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে এ খাদ্যসামগ্রী তুলে দেয়ার কথা জানান প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক সুনয়ন চাকমা।


বিবার্তা/মামুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com