
ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাত্রা শুরু করেছে নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’।
২৯ আগস্ট, বৃহস্পতিবার সকাল থেকে ত্রাণ কার্যক্রম বিতরণ শুরু করেছে তারা।
প্রায় দুই হাজার মানুষের মাঝে রান্না করা খাবার এবং ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে সংগঠনটি।
এদিন বন্যাদুর্গত এলাকায় সকাল থেকে ত্রাণ বিতরণ করেন, মির্জা গালিব সতেজ, এসএম শাহ পরান, সোহাগ ফরাজী, মোহাম্মদ হানিফ, সৌরভ হোসেন, নিপা খাতুন পালকি, সিকদার জাহিদ হাসান, মহিউদ্দিন, সোহেল রানা প্রমুখ।
উল্লেখ্য, চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, গুড়, বোতলজাত পানি, শিশু খাবার, স্যানিটারি ন্যাপকিন, ওষুধসহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্যাকেটজাত করে বিতরণ করা হয়।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]