
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে রাজন শিকদার (৮) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাজন শিকদার পহরডাঙ্গা গ্রামের শান্ত শিকদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের শান্ত শিকদারের ছেলে রাজন শিকদার বাকপ্রতিবন্ধী ছিল। বুধবার (২৮ আগস্ট) বিকালে সে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। রাজন শিকদার কে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বলেন, পুকুরের পানিতে পড়ে রাজন শিকদার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]