নেত্রকোণায় প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে স্মারকলিপি প্রদান
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ২১:৫৬
নেত্রকোণায় প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে স্মারকলিপি প্রদান
নেত্রকোণা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার পূর্বধলায় শিক্ষক কর্তৃক মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ এনে পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থী এবং অবিভাবকগণ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।


২৮ আগস্ট, বুধবার দুপুরে পূর্বধলা উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকগণ।


পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকার একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় তার অবদান অপরিসীম। এমনকি বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় পুরো জমিটি তিনি দান করেছেন।


গত আগস্টের ৫ তারিখ সরকার পরিবর্তনের সাথে সাথে বিদ্যালয়ের কিছু অসাধু শিক্ষকরা মিলে স্বার্থ হাসিলে প্রধান শিক্ষক হিন্দু সম্প্রদায়ের সহজ সরল মানুষ হওয়ায়, তাকে জোর করে বিদ্যালয় থেকে পদত্যাগ করাতে চাপ প্রয়োগ করছে। বিভিন্ন সময় প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে তাকে পদত্যাগ করতে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। চাপ প্রয়োগে তিনি পদত্যাগ না করলে চলমান ছাত্র আন্দোলনকে পুঁজি করে প্রধান শিক্ষককে অপসারণের জন্য সম্পূর্ণ অবৈধভাবে উপজেলা প্রশাসনের কাছে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। যা বিদ্যালয়টির ভাবমূর্তি নষ্ট ও ঐ শিক্ষকদের হীন উদ্দেশ্য বাস্তবায়নের শামিল।


এমতাবস্থায় বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকারকে সম্পূর্ণ অবৈধভাবে বিতাড়িত করার যে অপচেষ্টা করা হচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খবিরুল আহসান জানান, গতকাল আমি একটা অভিযোগ পেয়ে ছিলাম, আজ আরেকটা অভিযোগ পেয়েছি প্রধান শিক্ষককে যেন অপসারণ না করা হয়। পক্ষে এবং বিপক্ষে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/জনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com