
খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অভিযুক্ত ৩ আসামী গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) খাগড়াছড়ি পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং থেকে এ তথ্য নিশ্চিত করে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, ঘটনাসূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ৫০ বয়সি ঐ নারী স্বামী ১০ বছর পূর্বে মৃত্যুবরণ করেন। তার একটি ১৫ বছরের ছোট মেয়েকে নিয়ে তার বসত বাড়িতে একা বসবাস করে আসছেন। গত ২২ আগস্ট রাত ১০টার দিকে নিজ ঘরের উঠানে বসে মোবাইলে কথা বলছিল ঐ নারীর মেয়ে। এ সময় অভিযুক্ত আসামি মো. ইউসুফ (২৭), মো. রানা (২৪), মো. ফয়সাল (২৫) তাদেরকে ঘিরে ফেলে এবং জোরপূর্বক তাদেরকে টেনে হেঁচড়ে রাত ১১টার দিকে আসামি মো. ইউসুফের কলাবাগানে নিয়ে যায়।
পরে তার মেয়ে তাদের কাছ থেকে পালিয়ে রক্ষা পেলেও ধর্ষকরা ঐ নারীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে নারীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা রুজু করেছে।
এসপি জানান, ধারাবাহিকতায় কাজের অংশ হিসেবে রামগড় থানার একাধিক চৌকস টিম এক নারীকে ধর্ষণের অভিযোগে এজাহারনামীয় ৩ জন আসামীকে গ্রেফতার করেছে । গত ২৭ শে আগস্ট ২০২৪ গোপন সংবাদের ভিত্তিতে আসামি অভিযুক্ত- মো, ইউসুফ (২৭) মো. রানা (২৪) মো. ফয়সাল (২৫) খাগড়াছড়িকে রামগড় থানাধীন নাকাপা এলাকা হতে গ্রেফতার করে বলে জানান তিনি।
আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে জানিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে জানিয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন জানান খাগড়াছড়ি পুলিশ সুপার।
বিবার্তা/আল-মামুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]