ফেনীতে ত্রাণ নিতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১৯:৫৫
ফেনীতে ত্রাণ নিতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর দাগনভূঞা এলাকায় একটি ত্রাণবাহী গাড়ি থেকে বিরিয়ানি নিতে গিয়ে অন্য একটি ট্রাক চাপায় জাদরুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


২৮ আগস্ট, বুধবার দুপুরের দিকে উপজেলার সিলোনীয়া বাজারে এ দুর্ঘটনা ঘটেছে।


পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


নিহত জাদরুল ইসলাম দাগনভূঞা উপজেলার সিলোনীয়া সংলগ্ন উত্তর আলীপুর গ্রামের হুমায়ূন কবীরের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলোনীয়ায় একটি ত্রাণবাহী পরিবহন থেকে রান্না করা বিরিয়ানি বিতরণ করছিলেন স্বেচ্ছাসেবকরা। এসময় শিশু জাদরুল বিরিয়ানি নেওয়ার জন্য ত্রাণবাহী গাড়ির পেছনে ছুটছিলেন। এক পর্যায়ে তার পেছনে থাকা অপর একটি ট্রাক জাদরুলকে চাপা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, শিশুর মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com