ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় সাড়ে ৬ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১৯:৪৪
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় সাড়ে ৬ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৬ কোটি ৩১ লক্ষ ৭৩ হাজার ৬শ টাকার মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং এই কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ জব্দ করেছে বিজিবি।


বুধবার (২৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস্।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ আগস্ট ২০২৪ তারিখ ঢাকা-সিলেট মহাসড়ক হতে ২ কিঃ মিঃ অভ্যন্তরে বিজয়নগর উপজেলার আমতলী বাজার নামক এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল কাভার্ড ভ্যানে অভিযান পরিচালনা করে ১৪ হাজার ২০৮ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালসহ কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।


এছাড়াও গত ২১ আগস্ট ২ কোটি ২৫ লক্ষ ৭ হাজার আটশত ৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, বিভিন্ন প্রকার কসমেটিকস্ সামগ্রী ও ক্রিম। গত ২০ আগস্ট ২ কোটি ৪ লক্ষ ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, শিফন জর্জেট থান কাপড়, কসমেটিকস সামগ্রী এবং গত ০৮ আগস্ট ২ কোটি ৩৯ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, কসমেটিকস্ সামগ্রী, প্যান্ট, বেটনোভেট ক্রিম জব্দ করতে সক্ষম হয়।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com