
‘গাছ লাগান, পরিবেশ বাচাঁন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আজকের পত্রিকার পাঠকবন্ধু আয়োজনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) সকালে দক্ষিণ বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে একশ গাছের চারা বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা তুলে দেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সহ-শিক্ষক হাফিজুর রহমান, নাসরিন আক্তার, নাজমা আক্তার, আজকের পত্রিকার তালা প্রতিনিধি সেলিম হায়দার, পাঠকবন্ধুর যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল জোবায় প্রমূখ। এসময় শিক্ষার্থীরা আজকের পত্রিকার পাঠকবন্ধুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছের যতœ নিতে হবে। বাংলাদেশকে সবুজ করে করে গড়ে তুলতে হবে।
বিবার্তা/সেলিম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]