মোরেলগঞ্জে
প্রধান শিক্ষকের অপসারণ দাবি, ২ বিদ্যালয়ে ক্লাস বর্জন ও সড়ক অব‌রোধ
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ১৭:১৮
প্রধান শিক্ষকের অপসারণ দাবি, ২ বিদ্যালয়ে ক্লাস বর্জন ও সড়ক অব‌রোধ
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।


২৭ আগস্ট, মঙ্গলবার বেলা ১১টা থেকে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমীর হোসেন দুলাল ও ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের অপসারণ দাবিতে আন্দোলন করছে তারা।


উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সম্মুখে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে ও গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান শিক্ষার্থীদের সাথে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।


পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ও বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও আমির হোসেন দুলাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতাসহ বিদ্যালয়ে দলীয় প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন।


বিবার্তা/রাজু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com