দৌলতপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ফের সড়কে শিক্ষার্থীরা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১৭:০৫
দৌলতপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ফের সড়কে শিক্ষার্থীরা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আবারও সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ২৫ আগস্ট, রবিবার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের পদত্যাগের দাবিতে তারা সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।


দুপুর ১২ টায় কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে প্রধান সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক রেজাউল করিমের পদত্যাদের দাবি করেন।


এসময় সড়কে যাানবহন চলাচল বন্ধ হলে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ।


এর আগে গত বুধবার একই দাবিতে শিক্ষার্থীদের আন্দলোনের মুখে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের বিষয়ে কথা বলে প্রধান শিক্ষক রেজাউল করিমকে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) এর মধ্যে বহিষ্কারের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা একই দাবিতে পুনরায় সড়কে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের আন্দোলনকারত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।


বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিশ্রুতিতে আমরা বুধবার ঘরে ফিরেছিলাম, তবে এখন পর্যন্ত তিনি কোন সমাধানের কথা আমাদের জানাননি। বৃহস্পতিবার বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে ডেকে আলোচনা করলেও তার কোন সমাধান দেননি তিনি। তাই আমরা আবারও সড়কে অবস্থান নিয়েছি।


এ ঘটনায় দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।


শিক্ষার্থীদের ফের আন্দোলনের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ বলেন, শিক্ষক শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে হাসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করে সিনিয়র কোন শিক্ষককে ভারপ্রান্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসারের এমন আশ্বাস পেয়ে বিকেল সাড়ে ৩টায় শিক্ষার্থীরা ঘরে ফিরে।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com