
বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্তদের পাশে সব সময় আছে জানিয়ে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান বলেছেন, বন্যার্ত কোন মানুষ ক্ষুধার্ত থাকবে না। যত দিন আপনার রান্না করতে পারছেন না, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না ততদিন বাংলাদেশ সেনাবাহিনীর রান্না করা খাবার ও শুকনো খাবারসহ সকল কার্যক্রম চলমান থাকবে।
২৩ আগস্ট, শুক্রবার দুপুরে খাগড়াছড়ি গোলাবাড়ী ইউপির উত্তর গঞ্জপাড়ায় বন্যার্তদের খাবার বিতরণ কালে তিনি এ কথা বলেন।
বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার তৎপরতা, রান্না করা খাবার বিতরণ, শুকনো খাবার তুলে দেয়া থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছে।
ত্রাণ বিতরণকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের মেজর সাদাত রহমান, মেজর মো. রেজাউল করিম ইবনে রশীদ, ক্যাপ্টেন রাফিদ, ক্যাপ্টেন গালিবসহ রিজিয়নের অন্যান্য দায়িত্বরত সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে প্রায় ৭ শতাধিক মানুষের মধ্যে রান্না করা ও শুকনো খাবার তুলে দেওয়া হয় খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে। একই সাথে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়, যোগাযোগ ব্যবস্থায় সহায়তাসহ দুস্থদের চিকিৎসা সেবা কার্যক্রমে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এছাড়াও রিজিয়নের খাগড়াছড়ি জোনসহ সকল জোন নিজ নিজ এলাকায় জনগণের পাশে দাঁড়িয়ে এই বিপর্যয় মোকাবিলা করছে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলার পাশাপাশি যে কোন দুর্যোগে পাহাড়ে বসবাসরতদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।
বিবার্তা/মামুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]