
কুমিল্লার দাউদকান্দিতে চাচির হাতে খুন হয়েছে মো. সুমন (৩৬) নামের এক যুবক।
২২ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে গাছ লাগানোকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার দশপাড়া গ্রামের মৃত শাহজালালের ছেলে। তিনি নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সন্ধ্যার পর কলাগাছ লাগানোকে কেন্দ্র করে পারুলের সঙ্গে তার ভাতিজা সুমনের ঝগড়া হয়। একপর্যায়ে তিনি সুমনের অণ্ডকোষে কামড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী পারুল আক্তার, তার স্বামী আলী মিয়া ও ছেলে রাব্বিকে আটক করে। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
নিহত সুমনের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]