
নেমে আসা উজানের পানি ও টানা ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী।
২২ আগস্ট, বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সদরের গোলাবড়ী ইউনিয়ন পরিষদের গঞ্জপাড়া, উত্তর গঞ্জপাড়ায় ও গোলাবাড়ী ইউনিয়ন পরিষদে পাহাড়ি-বাঙ্গালিসহ সকল সম্প্রদায়ের মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান, এস পি পি, এনডিসি, পি এস সি, মেজর সাদাত রহমান, মেজর মো. রেজাউল করিম ইবনে রশীদ, ক্যাপ্টেন রাফিদ, ক্যাপ্টেন গালিবসহ রিজিয়নের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
শুকনা খাবার, রান্না করা খিচুড়িসহ ৩৫০ পরিবারের প্রায় ৮০০ জন বন্যাদুর্গত জনসাধারণের মাঝে এসব খাদ্য সহায়তা তুলে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়ন।
বন্যায় আটকে পড়া সাধারণ মানুষকে উদ্ধারে নানাভাবে সার্পোট দেওয়াসহ বন্যার্তদের পাশে থেকে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
বিবার্তা/মামুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]