দীর্ঘ ১৬ বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপি নেতার শোডাউন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১৯:৫৫
দীর্ঘ ১৬ বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপি নেতার শোডাউন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ১৬ বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপি-র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ শোডাউন করেছেন।


২২ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে তাঁর নেতৃত্বে সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের জলিরপাড় থেকে মোটর সাইকেল, পিক-আপ ও মাইক্রোবাস নিয়ে শোডাউন করেন।


পরে শোডাউনটি বৌলতলী, করপাড়া, ভেড়ার বাজার হয়ে গোপালগঞ্জ জেলা সদরে প্রবেশ করে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোডাউনে বিএনপি নেতা সিরাজের কর্মী সমর্থকরা অংশ নেন। পরে শহরের গেটপাড়ায় গিয়ে শোডাউনটি শেষ হয়।


এর আগে জেলা শহরের পুলিশ লাইনস্ মোড়ে এক পথসভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সব বিভেদ ভুলে এক সাথে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, বিগত ১৬ বছর তিনি বা তার দল কোন কর্মসূচী পালন করতে পারেননি। এখন তারা মুক্ত বিহঙ্গের মতো এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন বলে জানান।


বিবার্তা/শান্ত/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com