পদ্মা নদীতে নিখোঁজের ১ দিন পর শিশু রাফির মরদেহ উদ্ধার
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১৯:০৮
পদ্মা নদীতে নিখোঁজের ১ দিন পর শিশু রাফির মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ১ দিন পর মাদ্রাসা ছাত্র রাফি মিয়ার (৯) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


২২ আগস্ট, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ওই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।


এর আগে, গত বুধবার দুপুর ১২ টার দিকে রাজবাড়ী সদর উপজেলা গোদারবাজার এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রাফি।


রাফি মিয়া রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের প্রবাসী রিপন মিয়ার ছেলে ও বিসিক এলাকার দারুল কোরআন ওয়াসসুন্নাহ কওমি মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।


নিখোঁজ শিশুর মামা মো. সবুজ মিয়া জানান, গত ২১শে আগস্ট দুপুর ১২টার দিকে ভাগ্নে তার বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান। তাদের ডুবুরি দল না থাকায় ফরিদপুর থেকে ডুবুরি দল আসে। ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেন। রাতে উদ্ধার না হওয়ায় সকালে আবার চেষ্টা করলে একটু দূরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।


রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, উদ্ধার করে মরদেহ থানায় হস্তান্তর করা হয়েছে।


রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com