
২১ আগস্ট বিএনপি-জামায়াত জোটের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত সকল শহিদদের স্মরণে গোপালগঞ্জে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।
২১ আগস্ট, বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম সিকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, জেলা আওয়ামী লীগ নেতা মোত্তাহিদুর রহমান শিরু, পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম কবীর, সদর উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হিটু, জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আমির হামজাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভা থেকে শেখ হাসিনাকে অবৈধ পন্থায় ক্ষমতাচ্যুত করে বিদেশে পাঠানোর অভিযোগ করা হয়। এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
বিবার্তা/শান্ত/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]