
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে পুনর্বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।
২১ আগস্ট, বুধবার সকাল থেকে এ বিক্ষোভ ও অবরোধ শুরু করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এই বিক্ষোভ-অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ২০ বছর ধরে কালিয়াকৈর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন মজিবুর রহমান। এ সময়ে তিনি পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ভোট নিয়ে বিতর্ক থাকলেও এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থন ও ভোটারদের উপস্থিতির কারণে তিনি বার বার নির্বাচিত হন। সব দল ও মতের মানুষের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। এ অবস্থায় তার অপসারণ মানতে পারছেন না সাধারণ মানুষ।
এ সময় ব্যবসায়ী নেতা শাহ এরশাদ ফকিরের সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন প্রমুখ।
এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী সমাবেশে অংশ নেয়।
বিবার্তা/তুহিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]