চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ২০:৩৯
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অনিম (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।


২১ আগস্ট, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জেলার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে এ ঘটনা ঘটে। আহত অনিম একই গ্রামের মইর উদ্দিনের ছেলে।


জানা যায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ফেনসিডিল আনতে হরিহনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় ভারত সীমান্তে নালুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে উদ্দেশ্যে করে গুলি ছোড়ে।


বিএসএফের ছোড়া গুলি অনিমের বাম পাঁজরে লাগলে গুরুতর জখম হয়ে বাড়ি ফিরে আসেন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার অপারেশন সম্পন্ন হয়েছে।


স্থানীয় ইউপি সদস্য আরজাম হোসেন বলেন, আমি জানতে পেরেছি মঙ্গলবার দিবাগত রাতে বিএসএফ গুলিবর্ষণ করেছে। এতে অনিম নামের এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছে।


এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবি জানিয়েছে, সাধারণত এরকম ঘটনা ঘটলে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে অবহিত করে। কিন্তু তারা কিছু বলেনি। সকালে ঘটনাস্থলে বিজিবির একটি টিম গিয়েছিল। স্থানীয়রাও এ বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি।


বিবার্তা/আসিম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com