টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ২০:১৬
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনের নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে একই ইউনিয়নের মেম্বার ও স্থানীয়রা।


২১ আগস্ট, বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়াম রুমে এ সংবাদ সম্মেলন করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৯নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবু সাঈদ। তিনি বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আফজাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। আমাদের সম্মানী ভাতা দেওয়ার নিয়ম থাকলেও নিয়মিত সম্মানী ভাতা দিচ্ছেন না। পরিষদের আর্থিক বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাহেব আমাদের সাথে অসদ আচরণ ও হুমকি দিত। এমতাবস্থায় আমরা মেম্বারদ্বয় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান আফজাল হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বে অনাস্থা দিয়েছি।


এর আগে সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে অভিযুক্ত দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেনের বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।


এ সময় সংবাদ সম্মেলনে দাইন্যা ইউনিয়ন পরিষদের নারী প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত ইউপি সদস্য অমলা পোদ্দার, সংরক্ষিত ইউপি সদস্য সুফিয়া বেগম, বিলকিছ বেগম, ইউপি সদস্য মো. শওকত আলী, আব্দুল আওয়াল, শহিদুল ইসলাম, লিটন মিয়া, সোহরাব হোসেন ও আবু সাইদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/ইমরুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com