
বাগেরহাটে ফকিরহাটের পাইকপাড়া এলাকায় ইসহাক আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে ষোল বছরের এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
২১ আগস্ট, বুধবার অভিযান চালিয়ে অভিযুক্ত ইসহাক আলী শেখ (৬৫) কে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারে জানা যায়, মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর মা কাজে ব্যস্ত থাকায় ও তার বাবা জমিতে মাছ মারতে যাওয়ার সুযোগে অভিযুক্ত ইসহাক আলী প্রতিবন্ধী কিশোরীকে পান খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের সুপারি বাগানে নিয়ে যেয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই কিশোরী কান্নাকাটি করলে অভিযুক্ত ইসহাক আলী দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে ভাঙা ভাঙা ভাষায় এবং ইশারায় তার মাকে ঘটনাটি জানায়। এ ঘটনায় রাতেই ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ‘বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ইসহাক আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
বিবার্তা/সুমন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]