
চুয়াডাঙ্গায় মাদক উদ্ধারে গিয়ে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, চাকু ও নগদ টাকা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় হাবিবুর রহমান নামে একজনকে আটক করা হয়।
২১ আগস্ট, বুধবার দুপুরে জেলা শহরের বাগানপাড়ার একটি ভাড়া বাসা থেকে এসব উদ্ধার করা হয়। আটক হাবিবুর রহমান রাজিব চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মৃত আব্দুল হান্নানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমূল হোসেন খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বাগানপাড়ার একটি পঞ্চমতলা বাড়িতে অভিযান চালায় আমরা। এ সময় ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়ায় থাকা হাবিবুর রহমান রাজিব নামের একজনকে আটক করা হয়।
পরে ওই ব্যক্তির আলমারি তল্লাশি করে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ২টা দেশীয় অস্ত্র চাকু ও নগদ ১১ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক রাজিবের বিরুদ্ধে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/আসিম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]