
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে গত ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙ্গে পালিয়ে আসা আসামি শফিকুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে ৫৮ বিজিবি।
২০ আগস্ট, মঙ্গলবার সকালে উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয় ।
মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান।
আটককৃত আসামির বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মহনপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে। সে স্ত্রী হত্যার দায়ে ১ জুন ২০২২ থেকে সাতক্ষীরা কারাগারে আটক ছিল।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান জানান, গত ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙ্গে কয়েকজন কয়েদি পালিয়ে যায়। তার মধ্যে স্ত্রী হত্যা মামলার আসামি শফিকুল ইসলাম মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় কোদলা নদীর মধ্য থেকে ৫৮ বিজিবির সদস্যরা তাকে আটক করে।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]