
গোপালগঞ্জে নসিমন উল্টে মো. হামিম খান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০ জন।
সোমবার (১৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুরে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই শাহীন খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. হামিম খান গোপালগঞ্জ সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত ঝুলু খানের ছেলে।
শাহীন খান জানান, সোমবার বিকালে ফুটবল খেলার উদ্দেশ্যে বন্ধুদের সাথে নসিমনে করে করপাড়া যাচ্ছিল। এসময় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উলপুর মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমনটি উল্টে যায়। এতে হামিমসহ অন্তত ১১ জন আহত হয়।
পরে মারাত্মক আহতাবস্থায় প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিতসাধিন অবস্থায় হামিম মারা যায়। অন্য আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিতসা দেয়া হয়েছে।
বিবার্তা/শান্ত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]