ময়মনসিংহে সাবেক এমপিসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১১:৫০
ময়মনসিংহে সাবেক এমপিসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকারসহ আওয়ামী লীগের ছয় শত নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও দণ্ডবিধি আইনে মামলা দায়ের হয়েছে।


১৮ আগস্ট, রবিবার দুপুরে বিএনপি নেতা ওমর ফারুক বাদি হয়ে জেলার ফুলবাড়ীয়া থানায় এই মামলাটি দায়ের করেন।


এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের আগের দিন ৪ আগস্ট বিকেলে ফুলবাড়িয়া পৌর সদরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীসহ বিএনপি নেতাকর্মীদের সাথে আ.লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।


ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রাশেদুজ্জাজামান জানান, গত ৪ আগস্ট হামলা ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধি আইনে সাবেক এমপিসহ ৯৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছে।


মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকার, উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আ.লীগের সভাপতি ইমদাদুল হক সেলিমসহ মোট ৫৯৭ জনকে আসামি করেন বাদি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com