
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে বাধ্য হয়ে ছুটি নিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
১৮ আগস্ট, রবিবার দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
ছাত্রদের কঠোর মনোভাবের কারণে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ৩ দিনের ছুটি নিয়ে কর্মস্থল থেকে চলে যান। তবে এ ব্যাপারে প্রশাসনের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে তিনি জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মাসুমের হাতে তার চার্জ হস্তান্তর করেন। এসময় জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]