
ভারত ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১৮ আগস্ট, রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূখণ্ড থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আটক বাংলাদেশী তরুণদের মধ্যে রয়েছে, জামালপুর সীমান্ত এলাকার কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৭), লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), বিশু মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (১৭), জুলমত হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন (১৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার জানান, রবিবার সকালে জামালপুর সীমান্তের ভারত ভূখণ্ড থেকে ৫ বাংলাদেশি যুবককে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে গেছে বিএসএফ। আটক যুবকরা সকলেই মাদক চোরাকারবারীর সাথে জড়িত বলেও তিনি উল্লেখ করেন।
রবিবার দুপুর ১টার সময় একই সীমান্তে পতাকা বৈঠকে আটক বাংলাদেশিদের হোগলবাড়িয়া থানা পুলিশে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছে মেঘনা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর কল্যাণ ঘোষ।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]