মোরেলগঞ্জে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১৯:২০
মোরেলগঞ্জে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হফিজুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।


১৮ আগস্ট, রবিবার সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় ছাত্রছাত্রীরা ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ’ স্লোগান দেয় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান।


কলেজ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমানও গা ঢাকা দেন।


প‌রে ৭ আগস্ট তিনি কলেজের সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক ছবির আহমেদকে লিখিতভাবে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করে পুনরায় গা ঢাকা দেন।


জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান দীর্ঘ দিন ধরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সক্রিয় রাজনীতিতে জড়িত রয়েছেন। ২০১৮ সালে এ কলেজটি জাতীয়করণ হলেও তিনি সরকারি চাকরিজীবী হওয়ার পরেও আজ অবধি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন।


এদিকে সরকার কর্তৃক নিয়োগকৃত অধ্যক্ষ প্রফেসর নীতীশ বিশ্বাস ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর অবসরে গেলে কলেজের সহকারী অধ্যপক হাফিজুর রহমানকে ৪ সেপ্টেম্বর-২৩ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।


এ বিষয়ে জানার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমানের সাথে কথা বলতে তার মুঠো ফোনে বার বার কল দেয়া হলেও তিনি কল রি‌সিভ করেন নি।


বিবার্তা/রাজু/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com