
হাসপাতালের ময়লা আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 'মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পিট' স্থাপন করা হয়েছে।
১৮ আগস্ট, রবিবার মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. শাহীন'র উদ্যোগে এই 'মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পিট' স্থাপন করা হয়।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. শাহীন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ময়লা আবর্জনার ব্যবস্থাপনা একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। আবর্জনা যথাযথভাবে ব্যবস্থাপনা না হলে তা পরিবেশে ব্যাপক ক্ষতি করে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে।
তিনি আরো বলেন, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ উদ্যোগ গ্রহণ করা না হলে সকল বর্জ্য একসাথে মিশে জনস্বার্থের জন্য হুমকি সৃষ্টি করবে এবং মানবদেহে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ সংক্রমণ ছড়িয়ে যেতে পারে।
বিপদজনক মেডিকেল বর্জ্যের অব্যবস্থাপনার কারণে টাইফয়েড, কলেরা, যক্ষা (টিবি) ইত্যাদি এবং জীবাণুযুক্ত ধারালো বর্জ্যের আঘাতে মাধ্যমে মানব রক্তের সংক্রমণের মাধ্যমে এইচআইভি/এইডস, হেপাটাইটিস বি এবং সি ইত্যাদির মত ঝুঁকিপূর্ণ সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। আর এসবের পরিপ্রেক্ষিতেই মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার এ পিটটি স্থাপন করা হয়েছে।
স্থানীয়রা জানান, মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন'র উদ্যোগে তৈরি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য ব্যবস্থাপনার এ পিটটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
বিবার্তা/জাহিদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]