
জামালপুরের ইসলামপুরের গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নানান অনিয়ম দুর্নীতি তুলে ধরে পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের ছাত্র -ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী।
১৮ আগস্ট, রবিবার দুপুরে গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইটের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববনন্ধন চলাকালে জহুরুল হক, সাবেক ইউপি সদস্য ইয়াজল, শিক্ষার্থী মাইশা রহমান মুটুশী, সাদিয়া সিদ্দিকী ও মিম আক্তারসহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক গত ১৫/১৬ বছরে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও আশ্রয় নিয়ে মাসে ২-৩ দিন স্কুলে এসে সারা মাসের হাজিরা দিত। এছাড়াও সে বিদ্যালয়ে টিওশন ফির টাকা আত্মসাত করেছে, শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত করে স্কুলের সরকারি ল্যাপট, প্রজেক্টর, কম্পিউটারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বাসায় নিয়েছে। উপবৃত্তির কার্ড করার জন্য টাকা আদায় ও উপবৃত্তি ভুয়া শিক্ষার্থীর নাম দিয়ে লক্ষ লক্ষ টাকার হাতিয়ে নিয়েছে। জাল সনদ ও ভুয়া নিবন্ধন দিয়ে আত্মীয়স্বজন ও অন্যান্য শিক্ষকদের নিয়োগ দিয়ে তার ইচ্ছামত ৫ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। প্রতিবছর বই বিতরণ, এসএসসি রেজিস্ট্রেশন, ফরম ফিলাপ বাবদ অতিরিক্ত টাকা আদায়, তার প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নকলের আশ্বাস দিয়ে টাকা আদায়, বিদ্যালয়ের সরকারি অনুদানের টাকা কাজ না করে আত্মসাতসহ শ্রেণী পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়মের সাথে জড়িত হয়ে পড়েছে প্রধান শিক্ষক আ:রাজ্জাক। এমতাবস্থায় বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি বন্ধসহ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এলাকাবাসী, সচেতন অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে প্রধান শিক্ষকের শাস্তি ও পদত্যাগ দাবি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক আ. রাজ্জাকের সাথে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলি সঠিক নয় বলে জানিয়েছেন।
বিবার্তা/ওসমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]