
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিশু মোমিনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক জামে মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় ৫ বছরের শিশু মোমিন।
পরে আজ রবিবার (১৮ আগস্ট) সকালে মৃত অবস্থা তাকে উদ্ধার করা হয়।
নিহত শিশুর মোমিন হোসেন (৫) একই এলাকার মোহাম্মদ আলী মোল্লার ছোট ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান জানান, গত শনিবার দুপুরে ৪ থেকে ৫ জন সমবয়সী শিশু নদীতে ঝাঁপ দেওয়া খেলছিল। এ সময় মোমিন নদীর পানিতে নিখোঁজ হয়। পরে আজ রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এ বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, শনিবার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। রোববার সকালে খুলনা থেকে আশা ডুবুরি দল নিয়ে উদ্ধারে যাওয়ার পথে আমরা খবর পায় শিশুটিকে স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করেছে।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]