
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলি সহ এক যুবককে আটক করেছে এপিবিএন সদস্যরা।
১৭ আগস্ট, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
গ্রেপ্তার ছাদেক হোসেন প্রকাল কালা পুতু (২৪) ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমেদের ছেলে এবং ক্যাম্পে সংঘটিত একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ নম্বর ক্যাম্পের হোপ হাসপাতালের পেছনের মাঠ থেকে ১ টি জি থ্রি রাইফেল এবং ১০ রাউন্ড রাইফেলের গুলি সহ কালা পুতুকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে মামলার করে আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]