রাজবাড়ীর গোয়ালন্দে আসলামুজ্জামান নামে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তিনি গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিভাগের শিক্ষক।
এর আগে ১৫ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভে শত শত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ চলাকালে সাধারণ জনগণের হাতে লাঞ্ছিত হয় ওই শিক্ষক। খবর পেয়ে শিক্ষক আসলাম হোসেনকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
শিক্ষার্থীদের ভাষ্য, আমরা আট ঘণ্টার অধিক সময় বিদ্যালয়ে অবস্থান করি। অভিযুক্ত শিক্ষক আমাদের কুপ্রস্তাব দেয়। দেহের বিভিন্ন অংশ নিয়ে খারাপ কথা বলেন। এই শিক্ষকের হাতে আমরা নিরাপদ নই। দ্রুত তাকে সরিয়ে দেওয়ার দাবি করেন ছাত্রীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দীন বলেন, আমি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। আমাদের বিদ্যালয়ে ৪ জন খণ্ডকালীন শিক্ষক রয়েছে। সরকারি বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক থাকার সুযোগ নেই। একটি সিদ্ধান্ত হয়েছিল খণ্ডকালীন শিক্ষকগণ বিদ্যালয় ছেড়ে চলে যাবেন। মূলত খণ্ডকালীন শিক্ষকেরা কোমলমতি শিক্ষার্থীদের উসকে দিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন খণ্ডকালীন শিক্ষক বলেন, আমাদের আসলে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের চলে যাওয়ার সময় হয়নি। আমরা আসলে কোন ছাত্রীদের উসকে দেয়নি বলে দাবি ওই খণ্ডকালীন শিক্ষকের। তিনি শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান বলে জানিয়েছেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আসলাম শেখের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। আমি পরিস্থিতি বুঝে তাকে বিদ্যালয়ে যেতে নিষেধ করেছিলাম।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]