
রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখা ও সমমনা আইনজীবীবৃন্দ।
১৫ আগস্ট, বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের বার এসোসিয়েশন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট নেকবার হোসেন মনি, অ্যাডভোকেট এম এ গফুর, অ্যাডভোকেট কে এ বারী, অ্যাডভোকেট এবিএম সাত্তার, জেলা যুবদলের নেতা অ্যাডভোকেট অ্যাডভোকেট রাজিব সহ অনন্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার নির্দেশে তার দোসররা দেশের নিরীহ ছাত্রজনতাকে গুলি করে হত্যা করেছে। এখনো সারাদেশে অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে জীবন মরণের সাথে লড়াই করছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিচারের আশ্বাসে দেশবাসী আশ্বস্ত হয়েছে।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]