
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
১৩ আগস্ট, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই দুই যুবকের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত দুই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে একটি বাসে ছিনতাইয়ের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ওই দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউর করিম বলেন, ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃত দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]